নওগাঁর পত্তনীতলা ও রানীনগর উপজেলায় অবস্থিত ৬টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন ডাঃ একেএম মোজাহার হোসেন।
আজ বৃহস্পতিবার সকালে সরজমিনে পরিদর্শন শেষে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় রানীনগর উপজেলার রানীনগর ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, রেবেকা ডায়াগনস্টিক সেন্টার এবং পতœীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার সাজ ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টার, মায়া ডায়াগনস্টিক সেন্টার ও মাইক্রোল্যাব ডায়াগনস্টিক সেন্টার এবং বন্ধ করে দেয়া হয়।
নওগাঁর সিভিল সার্জন ডাঃ একেএম মোজাহার হোসেন জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকালে সরজমিনে ওই দুই উপজেলার ৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই এসব ডায়াগনষ্টিক সেন্টার গড়ে তোলা হয়েছে।
তিনি আরো জানান, বিভিন্ন অনিয়নের মধ্যে ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে প্যাথলজিষ্ট নাই, লাইসেন্স নবায়ন নাই, তথাকথিত ল্যাব টেনিশিয়ান দ্বারা বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করা হয়, এক্সরে রঞ্জন রশ্মি প্রটেকশনের ব্যবস্থা নাই, বর্জ্য ব্যবস্থাপনার না থাকাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় এবং পরীক্ষা নিরিক্ষা করার নুন্যতম কোন স্টান্ডার্ড মেনে না চলার অভিযোগে ওই ৬টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে।
এরপরেও যদি কেউ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু রাখার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
খন্দকার রউফ পাভেল
নওগাঁ প্রতিনিধি, বিডি টাইমস নিউজ ।