ঢাকার গুলশান, বনানী ও বারিধারা আবাসিক এলাকা থেকে অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে আগামী সপ্তাহেই অভিযানে নামছে রাজউক। প্রাথমিকভাবে অভিযান চলবে অবৈধ রেস্তোরাঁ ও আবাসিক হোটেলের বিরুদ্ধে। এজন্য তালিকা চূড়ান্ত করছে রাজউক কর্তৃপক্ষ।

ঢাকাসহ দেশের বড় শহরের আবাসিক এলাকার অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান ছয় মাসের মধ্যে উচ্ছেদের বিষয়ে গত এপ্রিলে সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায়। এর পর সাড়ে তিন মাসে সিদ্ধান্ত বাস্তবায়নের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। সম্প্রতি গুলশানে জঙ্গি হামলার পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে সরকার। এজন্য নিরাপত্তা জোরদারের পাশাপাশি অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসেছে কঠোর হওয়ার ঘোষণা।

সিদ্ধান্ত বাস্তবায়নে এবার কঠোর অবস্থানে রাজউক। কূটনৈতিক এলাকার অনুমোদনহীন সব বানিজ্যিক প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুতি প্রায় শেষের পথে। এই তালিকা ধরেই আসছে সপ্তাহে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান।

তবে অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া নিয়ে দ্বিধায় রয়েছে রাজউক। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অবস্থান জানার অপেক্ষা করছে সংস্থাটি।

উচ্ছেদ করা প্রতিষ্ঠান আবার যাতে গড়ে উঠতে না পারে সে ব্যাপারে নজর রাখা হবে বলছে রাজউক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে