বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, গুলশানে অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
গত পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার পরেই নড়েচড়ে বসে সরকার। এ বিষয়ে নানা উদ্যোগ নিতে ঈদের ছুটি শেষে প্রথম কর্ম দিবসেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও তথ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক ও আইন শৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে শিল্পমন্ত্রী জানান, দেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করেই নানা উদ্যোগ নেয়া হবে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘আজকে যে ছেলেমেয়েরা নিখোঁজ হচ্ছে, তাদেরকে প্রথমে আসক্ত করে তারপর ঘরছাড়া করা হয়। এই বিপথগামীতা রোধ করার জন্য আমাদের সামাজিক বিপ্লব দরকার। সামাজিক বিপ্লবের জন্য সকল শেণির মানুষকে অন্তর্ভুক্ত ও সম্পৃক্ত করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তদারকির পাশাপাশি, রাজধানীর গুলশানে অনুমোদনহীন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ যত্রতত্র গড়ে ওঠা হোটেল রেস্তোরা বন্ধের নির্দেশ দেয়া হয় বৈঠকে।
দেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি, শুক্রবার বিভিন্ন মসজিদে ইমামদের বয়ানও তদারকি করার কথা জানান, আমির হোসেন আমু। এদিকে, জঙ্গি কার্যক্রম রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে তাদেরকে সব রকম সহায়তা দেয়ার কথা বলেন, শিল্পমন্ত্রী।