খুলনা জেলা কারাগারের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার রাত ৮টার দিকে কারাগারের ভেতরে পূর্বপাশে এ ঘটনা ঘটে।
জেল সুপার কামরুল ইসলাম জানান, গতরাত ৮টার দিকে কারাগারের ভেতরে পূর্বপাশে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ককটেলটি একটি গাছে লাগায় কেউ হতাহত হয়নি। কারাগারের পাশের রাস্তা থেকে ককটেলটি ছুঁড়ে মারা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এবং কি উদ্দেশ্য ককটেল ছুঁড়েছে সে বিষয়ে জানা যায়নি।
খুলনার জেল সুপার মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাত আটটার দিকে কে বা কারা কারাগারের সীমানার ভেতরে একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি কারাগারের ভেতরে থাকা একটি নিমগাছে লেগে বিস্ফোরিত হয়। কারাগারের উত্তর পাশে অবস্থিত ঘাট এলাকা থেকে ককটেলটি ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।