রাজধানীর গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি তাণ্ডবে ইতালীয় ৯ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া জাপানের ৭ ও ১ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে দেশ দুটির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ৯ ইতালীয়র মৃত্যুর বিষয়টি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার রাতে হামলার সময় গুলশানের কূটনৈতিক পাড়ার ওই রেস্টুরেন্টে ১০ থেকে ১১ ইতালীয় নাগরিক আটকা পড়েন। জিম্মিদশা থেকে পালিয়ে আসা এক ইতালীয় নাগরিকের বরাত দিয়ে দেশটির প্রধানমন্ত্রী মাট্টেও রেনজি অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানান।

টুইটারে দেয়া পোস্টে ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা হামলায় নিহত ৯ ইতালীয় নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে