প্রকৃত গ্রাহকের নামে নিবন্ধিত সিম জালিয়াতির মাধ্যমে পুনরায় অন্য গ্রাহকের কাছে চড়া দামে বিক্রির সময় প্রায় ২’শ পিচ মোবাইল সিমসহ জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার দুপুরে শহরের মসজিদ মার্কেট ও এর আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শহরের কানাখালী এলাকার ইফতেখার আলীর ছেলে আবিদ হোসেন(২৫) এবং মীরপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে ফরহাদ হোসেন(২৫)।

র‌্যাব-৫এর কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, শহরের মোবাইল বাজার খ্যাত মসজিদ মার্কেট ও এর বিপরীত পার্শে অবস্থিত এশিয়ান মোবাইল সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানকালে ভিন্ন ভিন্ন গ্রাহকের নিবন্ধিত সিম জালিয়াতি করে ভুয়া পরিচয় ব্যবহার করে পুনরায় সেই সিম অন্য গ্রাহকের কাছে চড়া দামে বিক্রির সময় তাদের আটক করা হয়। এসময় বিভিন্ন অপারেটরের ভুয়া ব্যক্তির নামে নিবন্ধিত প্রায় ২’শ পিচ সিম, ২টি ট্যাব ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়। মোবাইল ফোনে অপরাধ সংঘটনের জন্য ভুয়া নামে সিমগুলো রেজিস্ট্রেশন করা ছিল বলে জানান র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মিজানুর রহমান।

প্রসেনজিত কুমার
নাটোর, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে