নিউজ ডেস্কঃ দেশে প্রথমবারের মত ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল সামাজিক উন্নয়ন বিষয়ক এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অন্তর্জাতিক জোট- আইসিএসডিপি সম্মেলন। সংস্থাটির সপ্তম দ্বি-বার্ষিক এ সম্মেলনের আয়োজক ইসলামী বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ এবং আইসিএসডিপি।ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভেন্যুতে একযোগে চলছে সম্মেলনের নানা আনুষ্ঠানিকতা। এতে অংশ নিয়েছেন এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশের ৮টি দেশের ৪৭ জন বিদেশী বিশেষজ্ঞসহ ২৬৭ জন সমাজতাত্তিক, শান্তি , নিরাপত্তা ও উন্নয়ন বিশারদ এবং গবেষকরা।

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সামাজিক উন্নয়ন বিষয়ে এ ধরনের সর্ববৃহৎ আয়োজন এটিই প্রথম। আন্তর্জাতিক এ সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্মেলনের সহযোগী আয়োজক হিসেবে রয়েছে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব সোশ্যাল সাইন্স এবং থাইল্যান্ডের থাম্পাসাট  বিশ্ববিদ্যালয়। এর আগে এই আন্তর্জাতিক এ সম্মেলনের ষষ্ঠ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরে।

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সামাজিক অসন্তোষের কারনে অর্থনৈতিক উন্ননের গতি শ্লথ হবার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও শান্তির পথ বাধাগ্রস্থ হচ্ছে। অনেক দেশেই জাতিগত নিধন এবং গনহত্যার শিকার হয়ে শান্তি ও নিরাপত্তার খোঁজে দিগ্বিদিক জ্ঞানশূন্য মানুষ প্রতিবেশী ভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে। আবার উন্নয়নশীল দেশের মানুষ উন্নত দেশে প্রবেশ করছে। ঐচ্ছিক ও বলপ্রয়োগের এমন অভিবাসন প্রক্রিয়া বিশ্বের জাতীয়তাবাদ্মুখী রাজনৈতিক দল ও সরকারসহ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ও মূল্যবোধগত প্রশ্ন এবং উত্তপ্ত বিতর্কের চ্যলেঞ্জ ছুড়ে দিচ্ছে। আবার নিজ দেশের ভিতর দ্রব্যমূল্য বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন, সহিংসতার মাধ্যমে শ্রেনি,লিঙ্গ, অঞ্চল এবং ধর্মের মধ্যে সামাজিক অস্থিরতার বীজ রোপিত হচ্ছে উল্লেখ করে বিশ্লেষকরা শান্তির পথ হিসেবে দ্বন্দ্ব নিরসনের জন্য আলোচনার জন্য গুরুত্তআরোপ করেন।

আজ রবিবার ২য় দিনের মত শুরু হয়েছে কর্মশালা।সকাল ৯টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২য় দিনের অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড শাহিনুর রহমান। সেমিনারে সামাজিক উন্নয়ন শীর্ষক বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড প্রফুল্ল চন্দ্র সরকার। তিনি বলেন, বর্তমান পৃথিবীতে যে সব সামাজিক সমস্যা প্রকট আকার ধারন করেছে তা সামাজিক অবক্ষয় রোধ এবং সামাজিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে সমাধান করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।সেমিনারে আরো ৪জন বক্তা তাঁদের মুল্যবান বক্তব্য পেশ করেন। পরে বক্তাগণকে সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড হারুন অর রশীদ আসকারী।

চা বিরতির পর সকাল ১০ টায় শুরু হয় অধিবেশনের ২য় পর্ব।  আইসিএসডি’র সভাপতি ও অস্ট্রেলিয়ায় চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মনোহর শঙ্কর পাওয়ার এর সভাপত্তিত্তে বাংলাদেশের সামাজিক শিক্ষা ব্যবস্থা শীর্ষক বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত প্যানেল আলোচনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রফেসর এ এস এম আতিকুর রহমান, প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর মোঃ রবিউল ইসলাম, প্রফেসর মুহাম্মাদ মোয়াজ্জেম হোসাইন।

আজ বিভিন্ন ভেন্যুতে মোট ২৭ টি প্রবন্ধ উপস্থাপিত হয়।বিকেল ২ঃ১৫ মিনিটে সম্মেলনের সমস্টিক অর্জন এবং বিদায়ী সেশনে সেমিনার রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়। এরপর বিদায়ি ভাষন ও ধন্যবাদ জ্ঞাপন করে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে