রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাকসু নির্বাচনের দাবিতে দেয়াল লিখনে প্রশাসনের বাধা দেয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সোমবার দুপুরে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনায় নিন্দা জানান।

সাংবাদিকদেরকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত শনিবার রাত ৯টায় রাবি শাখা সভাপতি রিদম শাহরিয়ারের নেতৃত্বে  রাকসু নির্বাচনের দাবিতে দেয়াল লিখনের কাজ চলছিলো। একপর্যায়ে বিনোদপুর গেটের ভেতরে একটি দেয়ালে লিখনের সময় শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ মো. আরিফুর রহমান এসে বাধা প্রদান করেন।

প্রাধ্যক্ষ দেয়াল লিখনের উপকরণ জোরপূর্বক আটকে রাখেন। এসময় নেতা-কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং পুলিশ ডেকে আটকের চেষ্টা করা হয়েছে। পরের দিন এগুলো ফেরত চাইতে এলে পুরো দেয়াল রং করার অর্থ দাবি করা হয় বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে।

প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মনে করে বিশ্ববিদ্যালয় একটি গণতান্ত্রিক জায়গা। ক্যাম্পাসে পড়াশুনার পাশাপাশি মিছিল-মিটিং, সভা-সেমিনার, সিম্পোজিয়াম, দেয়াল লিখন, পোস্টারিং সহ মুক্ত বুদ্ধির চর্চা থাকবে এটাই স্বাভাবিক।’ গণতান্ত্রিক চর্চায় রাবি প্রশাসনের এরকম ভূমিকাকে ন্যাক্কারজনক অভিহিত করে এ ঘটনার নিন্দা জানান তারা।ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থানে, দেয়ালে – ‘অবিলম্বে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা কর’, ‘গবেষণা খাতে বরাদ্দ বাড়াও’, ‘বিশ্ববিদ্যালয়ে আপনার বাণিজ্যিক ব্যবহার বন্ধ কর’সহ লিখনীর মাধ্যমে শিক্ষার বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।

মেশকাত মিশু
রাজশাহী বিশ্ববিদ্যালয়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে