বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর ৪৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এর মধ্যে ২০১৩ সালে সর্বোচ্চ পাচার হয়েছে ৮০ হাজার কোটি টাকার মতো। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত অর্থপাচার শীর্ষক এক আলোচনা এই তথ্য দেন বক্তারা।
বক্তারা বলেন, আমদানি রপ্তানি মূল্যের তারতম্য দেখিয়ে এবং বিদেশে ফ্ল্যাট কেনার মাধ্যমে এসব অর্থ পাচার হচ্ছে, যা দেশের জিডিপির সাড়ে পাঁচ ভাগ। অর্থ পাচারের সাথে জড়িতদের দৃশ্যমান বিচার না হওয়ায় পাচারের প্রবণতা কমছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।