নিরাপত্তার কারণ দেখিয়ে, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব কারাগারে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তিনি জানান, গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া সতর্ক বার্তার পর এ সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ।

রেড অ্যালার্ট জারি অবস্থায় বন্দীদের খাবার ও কারাগারে আসা কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পাশাপাশি, কারাগারে দর্শনার্থীদের তল্লাশির পর বন্দীদের সাথে দেখা করতে দেয়া হবে। এমনকি, রেড অ্যালার্ট চলাকালে কারা ফটকের সামনে বহিরাগত কেউ ঘোরাফেরা করলে কিংবা কাউকে সন্দেহ হলে ব্যবস্থা নেবে কারা কর্তৃপক্ষ। এক্ষেত্রে কারাগারের ভেতরে কিংবা বাইরে কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া বলে বলে জানান কারা মহাপরিদর্শক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে