সেহরির সময় সরগরম হয়ে উঠছে রাজধানীর হোটেল রেস্টুরেন্টগুলো। ‘বাইরে সেহরি করার চল’ রাজধানীতে ঠিক কবে থেকে শুরু হয়েছে তা নির্দিষ্ট করে জানা না গেলেও এই রেওয়াজ চলছে গত কয়েক বছর ধরেই। সারা দিন বেচা বিক্রি বন্ধ থাকলেও সেহরির সময় পরিবার পরিজন নিয়ে অনেকেই খেতে আসায় একদিকে যেমন খুশি বিক্রেতারা অন্যদিকে নানা কারণে খুশি ক্রেতারাও।

বাঙালি মুসলিম সমাজে ঘরের বাইরে সেহরির চল নতুন। তবে বাস্তবতা হলো গভীর রাতে ঢাকার অনেক হোটেল রেস্তোরায় যতজন চেয়ার পাচ্ছেন ঠিক ততজনই দাঁড়িয়ে আছেন ফাঁকা চেয়ারের অপেক্ষায়। পুরাণ ঢাকার নামকরা হোটেলগুলো মধ্যরাত থেকেই জেগে উঠছে। গভীর রাতে পরিবার পরিজনসহ অনেকেই কিছুটা উৎসবের আমেজে এসব দোকানে ভিড়ও করছেন।
গভীর রাত হওয়ায় রাস্তায় নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় খুশি অনেকেই।

হোটেল মালিকরা বলছেন, ক্রেতার স্বার্থ দেখে তারা রাতে সেহরির আয়োজন করছেন। দিনে নানা ঝক্কি ঝামেলায় অনেকের সাথে দেখা করার সুযোগ হয় না, তাই সেহরির সময় বন্ধুদের সাথে আড্ডার সুযোগটাও নিচ্ছেন কেউ কেউ।
রাত একটা থেকে সেহরির শেষ সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন হোটেল রেস্তোরায় চলছে সেহরির আয়োজন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে