উত্তরার আলাউদ্দিন মার্কেটে ছিঁড়ে পড়া লিফটটি দীর্ঘদিন ধরেই ত্রুটিপূর্ণ ছিল বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। বিষয়টি বার বার জানানোর পরেও কোনও ব্যবস্থা নেয়া হয়নি জানিয়ে দুর্ঘটনার জন্য মার্কেট কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করছেন তারা। এদিকে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গঠিত কমিটি আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ক্রেতা- বিক্রেতার সমাগমে একদিন আগেও ভরপুর এই শপিং কমপ্লেক্সটি মাত্র একরাতের ব্যবধানেই এখন যেন এক মৃত্যুপুরী। জীবন-জীবিকার একমাত্র অবলম্বন ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে নানা শঙ্কা আর প্রশ্ন মাথায় নিয়ে শনিবার আলাউদ্দিন শপিং কমপ্লেক্সের সামনে জড়ো হন মার্কেটের কয়েক শ’ ব্যবসায়ী। দুর্ঘটনার পরপরই জীবন নিয়ে কোনও মতে বাইরে বের হয়ে আসায় তাদের অধিকাংশই উদ্বিগ্ন ছিলেন দোকানের মালামাল নিয়ে। দুর্ঘটনার জন্য ভবনমালিক কর্তৃপক্ষকেই দায়ী করেন তারা। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে দোকান মালিক সমিতির নেতারা কোন মন্তব্য না করেই দ্রুত সটকে পড়েন। এদিকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখার পর বেলা সাড়ে ১১টার দিকে ছোট ছোট দলে ভাগ করে ব্যবসায়ীদেরকে মার্কেটের ভেতরে প্রবেশের অনুমতি দেয় পুলিশ।
মালামাল অক্ষত রয়েছে দেখে বেশিরভাগ ব্যবসায়ী স্বস্তি প্রকাশ করলেও ঈদের আগে মার্কেট খুলে দেয়া না হলে বড় ধরণের ক্ষতির মুখে পড়তে হবে বলে জানান। এদিকে দুপুরে শেষবারের মতো ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন শেষে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না আসা পর্যন্ত আলাউদ্দিন টাওয়ার মার্কেট বন্ধ রাখা হবে।