প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ একটা সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের বয়স মাত্র তিন বছর হলেও কর্ম পরিধি অনেক। প্রচেষ্টা ফাউন্ডেশন প্রধান কর্মকাণ্ড হল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান, সুবিধা আদায় লক্ষে কাজ করা। সেই লক্ষে কাজ করে যাচ্ছে প্রচেষ্টা ফাউন্ডেশন, বর্তমানে প্রচেষ্টা স্কুলের ২টি শাখা রয়েছে। একটি হাতিরঝিল, বেগুনবাড়ি এলাকায়। আরেকটি তেজগাঁও রেলষ্টেশন বস্তিতে। দুই শাখায় প্রায় ১৫০টি শিশুকে আমরা শিক্ষা দান করে থাকি। পাশাপাশি এদের মেডিকেল চেকাপ, ঈদে পোশাকসহ অন্যান্য সুবিধা এরা পায়।
pjimage (6)গতকাল প্রচেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে ছিল ঈদের পোশাক বিতরণী অনুষ্ঠান। সাবিরা সিদ্দিকী বলেন, ‘প্রতেক ঈদে ওরা অধির আগ্রহে অপেক্ষা করে ঈদের নতুন জামার জন্য’ তাই প্রচেষ্টা ফাউন্ডেশন তাদের সাধ্যমত চেস্টা চালিয়ে যাচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুঁটাতে, গতকাল এইসব শিশুদেরকে নিয়ে প্রচেষ্টা ফাউন্ডেশন আয়োজন করেছিল অনুষ্ঠানটি। ছিল অনেক আনন্দঘন অনুষ্ঠান। বাচ্চাদের আনন্দ দেয়ার জন্য পাপেট শো এর আয়জন করা হয়েছিল। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আসেন আব্দুন নূর তুষার, টেলি সামাদসহ আরও অনেকে। তারা বাচ্চাদের সাথে সময় কাটান।
pjimage (4)বাচ্চাদের স্কুল ছাড়াও ব্লাড ডোনেটিং, প্রজেক্ট কম্বল, শেরপুরের বিধবা পল্লীর মাদের শাড়ি বিতরণ, বৃদ্ধাশ্রমের বাবা-মাদের সাথে ইফতার, দুস্থ মানুষকে সহায়তা সহ আরও বিভিন্ন করছে প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ। ইতিমধ্যে প্রচেষ্টা ফাউন্ডেশন তাদের নতুন প্রজেক্ট ফুড ব্যাংকিং নিয়েও কাজ শুরু করেছে। যে কোন বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে খাবার বেচে গেলে প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশকে কল করার জন্য অনুরোধ জানিয়েছে তারা। বেঁচে যাওয়া খাবার সংগ্রহ করে গরিব মানুষদের মাঝে বিলিয়ে দেয়াই প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ উদ্দেশ্য।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে