আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উপলক্ষে রাজধানীতে বিআরটিএর ভ্রাম্যমাণ ওয়ান স্টপ মোটর সাইকেল রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। বৃহস্পতিবার সকাল নয়টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ কার্যক্রম শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে। রেজিস্টেশনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র সহ এখানে এসে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে একজন ব্যক্তি খুব সহজে মোটর সাইকেল রেজিস্ট্রশন করতে পারছেন।
রেজিস্ট্রেশন করতে মোটর সাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ও ওজন অনুপাতে ফি প্রদান করতে হয় মোটর সাইকেল ব্যবহার কারীদের। রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় বিআরটিএর ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। মোটর সাইকেল ব্যবহারকারীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
মোটর বাইক ব্যবহারকারীদের সুবিধার্থে রাজধানীর রাস্তায় রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন রিআরটিএ’র চেয়ারম্যান। ঢাকা ছাড়াও অন্যান্য বিভাগীয় শহরে একইভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।