দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, সততার সঙ্গে দেশ ও সংগঠনের জন্য কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে যতবার ধ্বংসের চেষ্টা হয়েছে ততবারই দলটি আরো শক্তিশালী হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছান- তখন হাজারো নেতা-কর্মীর স্লোগানে মুখরিত চারপাশ। বক্তব্যের শুরুতেই নেতা-কর্মীদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু কন্যা।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬৭ বছরের নানা অর্জনের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন- এদেশের মানুষ যা কিছু পেয়েছে তা আওয়ামী লীগের সময়েই। অতীতে বার বার আওয়ামী লীগকে ধ্বংসের চেষ্টা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন- ত্যাগের মনোভাব নিয়ে সততার রাজনীতি করতে হবে। এর আগে, বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।