ঈদে অজ্ঞান পার্টি, ছিনতাইকারী ও মলম পার্টির দৌরাত্ম্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না; প্রয়োজনে গুলি ছোড়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। সকালে গাবতলী বাস টার্মিনালে এক মতবিনমিয় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
ডিএমপি কমশিনার বলেন, ঈদে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ২৯ জুন থেকে সব টার্মিনালে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। তিনি বলেন, যারা জনজীবন বিঘ্নিত করতে চায় এবং দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত, তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
যানজট কমাতে চালকদের পাশাপাশি পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান ডিএমপি কমিশনার। এক প্রশ্নের জবাবে, আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ ক্রসফায়ার দেয় না। তবে কখনো আত্মরক্ষায় পাল্টা আক্রমণে যেতে হয় বলে জানান তিনি।