নওগাঁর সাপাহার উপজেলার তাজপুর নামক স্থানে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে নাজির উদ্দীন (৭০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের খামারবাড়ী নামক স্থানে বাসের চাপায় অটোরিক্সা চালক লিটন (২৭) ও অজ্ঞাতনামা (২৫) নামে আরো এক যাত্রীসহ দুইজন নিহত হয়ছে।
আর ওইসব পৃথক ঘটনায় অন্তত ৩৫জন গুরুত্বর আহত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় সাপাহারে ও দুপুর ১২টায় মহাদেবপুরে এ দুটি ঘটনা ঘটে।
সাপাহার থানার ওসি রেজাউল ইসলাম জানায়, বেলা ১১টার দিকে সাপাহারের তাজপুরে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই উপজেলার বিনোদপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নাজির উদ্দীন মারা যায়।
আর গুরুত্বর আহতদের মধ্যে অটোরিক্সা চালক তলাপাড়া গ্রামের শফি উদ্দীনের ছেলে মফিজ উদ্দীন, বাসযাত্রী সেনপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে আব্দুল মজিদসহ অন্তত ৩০জন গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে ভর্তি করে দেয়।
আর অটোরিক্সা চালক মফিজ উদ্দীনের অবস্থার অবনতি হলে তাকে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে সাপাহার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ওসি।
এদিকে মহাদেবপুর থানার ওসি সাবের রেজা চৌধরী জানায়, মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের খামারবাড়ী নামক স্থানে দুপুর ১২টার দিকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক লিটন মারা যায় আর গুরুত্বর আহত দুইজনকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অটোরিক্সার যাত্রী অজ্ঞাতনামা আরো একজন মারা যায়।
তিনি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত লিটন নওগাঁ সদর উপজেলার পাঠাকাঠা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। এ ঘটনায় আহতকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খন্দকার রউফ পাভেল
নওগাঁ, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে