ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ জাতীয় মৎস সপ্তাহের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট ও বেড় জাল জব্দ করা হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ নৌবন্দর ঘাট থেকে লালপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়েএসব কারেন্ট ও বেড় জাল আটক করা হয়।ভ্রামমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার। এসময় উপজেলা মৎস কর্মকর্তা মায়মুন জাহান, সহকারী মৎস কর্মকর্তা সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।পরে আটক করে ১০ হাজার মিটার কারেন্ট ও বেড় জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।এসময় আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আদালতকে সহায়তা করেন।
এব্যাপারে উপজেলা মৎস কর্মকর্তা মায়মুন জাহান জানান, ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশব্যাপী মৎস সপ্তাহ পালন করছে মৎস বিভাগ। এরই অংশ হিসেবে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজিমুল হায়দার বলেন, নদীতে কারেন্ট জাল, বেড়জাল দিয়ে সারা বছর-ই মাছধরা নিষিদ্ধ।
তাই মৎস উৎপাদনে বাধা দুরীকরণ, উৎপাদন বৃদ্ধি ও পোনামাছ সংরক্ষনের লক্ষ্যে মৎস সংরক্ষন আইন- ১৯৫০ আওতায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধব্ংশ করা হয়েছে।
জহির সিকদার
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ