রান্নার ধারাবাহিক ‘রমজানের রেসিপি’ নিয়ে প্রতিদিনের মতো পুরো রমজানে শাইলী আহমেদ আছেন বিডি টাইম্‌স নিউজে। সহজভাবে তুলে ধরবেন ভিন্ন ভিন্ন সুস্বাদু খাবার প্রস্তুত প্রণালী ও উপকরণসমূহ।

আজকের রেসিপি- সুস্বাদু ফলের দই সালাদ প্রয়োজনীয় উপকরণ-(পছন্দমতো ফল নিতে পারেন)
পাকা আমের টুকরো- ১ কাপ
পাকা কলা টুকরো-১ কাপ
লাল সবুজ আঙুর টুকরো-১ কাপ
খেজুর টুকরো- হাফ কাপ
মালটার রস- হাফ কাপ
কমলা টুকরো- ২ টা কমলা
টক দই-৫০০ গ্রাম
পুদিনা পাতা-৫০ গ্রাম
চিনি- ২ টেবিল চামচ
লবন- হাফ চা চামচ
স্ট্রব্রেরী টুকরো-হাফ কাপ

প্রস্তুত প্রণালী:
১ম ধাপ ঃ- একটি বাটিতে সব ফলের টুকরো লবন মাখিয়ে নিতে হবে।
শেষ ধাপঃ- ব্লেন্ডারের জগে টক দই, পুদিনা পাতা, চিনি, মালটার রস দিয়ে ব্লেন্ড করতে হবে। তারপর দই এর মিশ্রণ ফলের সাথে মিশাতে হবে। এরপর পরিবেশন করা যাবে ফলের দই সালাদ।
উপকারিতা ঃ- এই দই ফলের সালাদ সুস্বাদু ও অনেকগুলো ফলের মিশ্রণ থাকাতে অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন। এছাড়াও পুদিনা পাতা ও টক দই হজমে সহায়তা করে।
সতর্কতা ঃ- দই ফলের সালাদ প্রস্তুত করার পর সর্ব্বোচ্চ ১২ ঘন্টার মধ্যে এটা খেতে হবে।

গাজী মামুন
বিশেষ প্রতিবেদক, বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে