রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসন সমস্যা নিরসনকল্পে প্যারী সুন্দরী হলের উদ্বোধন করা হয়েছে।গত ৪ জুলাই ২০১৯ তারিখে বিকালে হলটির উদ্বোধন করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম রূপকার সাবেক তথ্যমন্ত্রী এবং জাতীয় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জননেতা জনাব হাসানুল হক ইনু এম.পি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী, ইসলামী বিশ্ববিদ্যালযের আইন বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ডঃ মোহাম্মদ জহুরুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য সচিব মুহা. শামসুর রহমান বাবু, প্যারী সুন্দরী হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মোছা. ইসমত আরা খাতুন, বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ড. হালিমা খাতুন, মো. মনিরুজ্জামান, মো. জুলফিকার আলী, প্যারী সুন্দরী হলে হাউস টিউটর কাঞ্চন কুমার দাস ও  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এস এম হাসিবুর রশিদ প্রমুখ।

উল্লেখ্য, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন আমলা সদরপুরের প্যারীসুন্দরী। তাঁর মহান স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার জন্য  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম ছাত্রী হলটি তার নামে নামকরণ করেন।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে