রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ৯৭টি চাইনিজ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
শনিবার বিকেলে উত্তরার ১২ নম্বর সেক্টরের বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চাইনিজ রাইফেল ছাড়াও রয়েছে ২১৭ টি ম্যাগজিন, ১ হাজার রাউন্ড গুলি ও ১১ টি বেয়োনেট।
পুলিশ জানিয়েছে, যে পিস্তলগুলো পাওয়া গেছে সেগুলো সেভেন পয়েন্ট সিক্স বোরের গ্লোক পিস্তল। তবে ঐ খালে আরো কোন আগ্নেয়াস্ত্র আছে কি না তা খুঁজে বের করতে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরা জানিয়েছেন, বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এতো বিপুল পরিমাণ অস্ত্র মজুদ করা হয়েছিল। এ অভিযান রাত ব্যাপী অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উত্তরা বিভাগের ডিসি বিধান ত্রিপুরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উত্তরার বৌদ্ধ মন্দিরের পাশে দিয়াবাড়ি খালে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান এখনও চলছে। নাশকতার জন্য এগুলো আনা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।