টাঙ্গাইল প্রতিনিধিঃ ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্র্তৃক ঘোষিত এবং ১৯৮৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ সমর্থনের বাস্তবায়ন ও কেন্দ্রীয় কমিটির ঘোষণা এক দফা দাবী চাকুরী স্থায়ী করণের লক্ষ্যে সারা দেশের ন্যায় বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আজ রবিবার দুপুরে উপজেলা সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা নকল নবীশ এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি আতাউর রহমান, সদস্য রোজিনা বেগম, গোপালপুর উপজেলা শাখার সভাপতি আ. রশিদ, সম্পাদক মাহমুদা সুলতানা, সহ-সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ও মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার প্রমূখ।

মানববন্ধনে চাকুরী স্থায়ী করণের এক দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) কেন্দ্রীয় কমিটি কর্র্তৃক আগামী ১৯ ও ২০ এপ্রিল কলম বিরতী, ১১ জুন শান্তিপূর্ণভাবে সকল জেলা রেজিষ্ট্রার কার্যালয় ঘেরাও, ১৭ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন, ২৩ জুন ঢাকায় আইজিআর অফিসের সামনে অবস্থান ধর্মঘট ও ২৫ জুন থেকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

কে এম মিঠু
টাঙ্গাইল নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে