রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বায়োইনফরমেটিক্স রিসার্চ গ্রুপ’ এবং সায়েন্স ক্লাবের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় ডিএনএ সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার  সকাল সাড়ে ৯ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এর শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে  এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো.নুরুল হক মোল্লা এবং সহ আহ্বায়ক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলজি বিভাগের অধ্যাপক  ড. আবু রেজা। এসময়  বিশেষ অতিথির বক্তব্য দেন  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক  ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড. চৌধুরী এম জাকারিয়া, টিএমএসএস এর ফাউন্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক  ড. হোসনে আরা বেগম, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম নজরুল ইসলাম। সবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলন এর সভাপতি অধ্যাপক ড. এম আব্দুস সোবহান সম্মেলন এর উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম দিন তিনটি ‘কী-নোট স্পিচ’ উপস্থাপন করেন আইসিডিডিআরবি’র সেন্টার ফর ভ্যাক্সিন সায়েন্স এর  ইমিরিটাস সায়েন্টিস্ট এন্ড এক্স ডিরেক্টর ড. ফেরদৌসী কাদরী,  ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহিন কাদরি এবং ড. হাসিনা খান। এছাড়াও সম্মেলনের প্রথম দিনের বৃহস্পতিবার  সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে ‘ইনভাইটেড স্পীচ সেশন’ এবং ‘সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন’ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৩ জন গবেষক ও বিজ্ঞানীদের গবেষণা উপস্থাপন করা হবে।সম্মেলনের প্রথম দিন ২ মে সকাল ৯টায় উদ্বোধন, ১০টা থেকে ১টা এবং আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টেকনিক্যাল সেশন, প্রেজেন্টেশন, মৌখিক উপস্থাপন করা হবে। দ্বিতীয় দিন ৩ মে সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং আড়াইটা থেকে বিকেল ৫টায় টেকনিক্যাল সেশনস, আলোচনার মধ্য দিয়ে সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠান হবে।সংবাদ সম্মেলনে জনসংযোগ দপ্তরের প্রশাসন ড. প্রভাষ কুমার কর্মকার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও বায়োআরজিআরইউ ও বিবিসিবিএর সভাপতি ড. মো. নুরুল হক মোল্লা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু রেজা, সায়েন্স ক্লাবের সাবেক সভাপতি জহুরুল মুন প্রমুখ উপস্থিত ছিলেন।

‘ন্যাশনাল কনফারেন্স অন ডিএনএ অ্যান্ড জিনোম রিসার্চ ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন এগ্রিকালচারাল অ্যান্ড হেলথথ বিষয়ে সম্মেলনটি চলবে ৩ মে পর্যন্ত। সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ২৫টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন গবেষক এবং শিক্ষকসহ প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে