লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে (আজ) বুধবার নানা কর্মসূচিতে মহান মে দিবস পালন করা হয়েছে।
ব্যাতিক্রমী উদ্যোগ নেয় ঐতিহবাহী সংগঠন ছাত্রলীগ। সকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নেতৃত্বে শ্রমজীবী শতাধিক মানুষকে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে মাথায় ছাতা ও গায়ে গামছা পরিয়ে দেয়াসহ শরবত পান করান দলীয় নেতা-কর্মীরা। এছাড়া জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিন করে।
পরে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা শ্রমিকলীগের আহবায়ক মামুনুর রশিদ প্রমুখ।
সাইফুল ইসলাম স্বপন
লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ