রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বায়োইনফরমেটিক্স রিসার্চ গ্রুপ এবং সায়েন্স ক্লাবের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় ডিএনএ সম্মেলন শুরু হবে আগামী ২ মে। ‘ন্যাশনাল কনফারেন্স অন ডিএনএ অ্যান্ড জিনোম রিসার্চ ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন এগ্রিকালচারাল অ্যান্ড হেলথ’ বিষয়ে সম্মেলনটি চলবে ৩ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে বৃহষ্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফার্সেমী বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম।
তিনি জানান, আগামী ২ মে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা ড. হোসনে আরা বানু।অনুষ্ঠানে কি-নোট স্পীকার থাকবেন সেন্ট্রার ফর ভেক্সিন সায়েন্স ঢাকার ইমিরেটাস সাইন্টিস্ট ড. ফেরদৌসী কাদরী, ঢাবির প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান এবং সাবেক অধ্যাপক ড. সৈয়দ সালেহিন কাদরী।
সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৩ জন গবেষক ও বিজ্ঞানীদের গবেষণা উপস্থাপন করা হবে।সম্মেলনের প্রথম দিন ২ মে সকাল ৯টায় উদ্বোধন, ১০টা থেকে ১টা এবং আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টেকনিক্যাল সেশন, প্রেজেন্টেশন, মৌখিক উপস্থাপন করা হবে। দ্বিতীয় দিন ৩ মে সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং আড়াইটা থেকে বিকেল ৫টায় টেকনিক্যাল সেশনস, আলোচনার মধ্য দিয়ে সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠান হবে।সংবাদ সম্মেলনে জনসংযোগ দপ্তরের প্রশাসন ড. প্রভাষ কুমার কর্মকার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও বায়োআরজিআরইউ ও বিবিসিবিএর সভাপতি ড. মো. নুরুল হক মোল্লা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু রেজা, সায়েন্স ক্লাবের সাবেক সভাপতি জহুরুল মুন প্রমুখ উপস্থিত ছিলেন।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ