নওগাঁ প্রতিনিধিঃ নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাকে নতুন ভাবে তুলে ধরার লক্ষ্যে নওগাঁ সদর উপজেলার ইকরকুড়ি উচ্চ বিদালয় মাঠে মৌসুমী আন্ত:স্কুল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর বেসরকারী উন্নয়ন সংস্থা মৌসুমীর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।গতকাল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
প্রতিযোগিতার উদ্বোধন করেন, ইকরকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে প্রকল্প পরিচালক উজ্জীবিত আব্দুর রউফ পাভেল উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৮টি স্কুল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী খেলায় আল ফারুক ইসলামী একাডেমী ৪১ পয়েন্ট ও বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ৩১ পয়েন্ট অর্জন করে।

আব্দুর রউফ পাভেল
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে