নাটোর প্রতিনিধিঃ নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাড়ে ১০ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সংগঠনটির জেলা ও বিভিন্ন উপজেলার নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠন ও সচেতন নাগরীকরা অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনকালে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি, সহ-সভাপতি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্তুজা বাবলু, নাটোর জেলা মহিলা পরিষদের সভানেত্রী দিলারা বেগম পারুল, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সচেতন নাগরিক কমিটির সভাপতি রনেন রায়, বিশিষ্ট শিক্ষাবিদ ও নাটোর জেলা রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি সৈয়দ মুহম্মদ নাসিহ্, দিঘাপতিয়া এম কে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্টুসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলার প্ররোচনায় নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সারাদেশে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটলেও অধিকাংশের বিচার না হওয়ায় এসব ঘটনা বেড়েই চলেছে। যাদের প্ররোচনায় সহিংসতা বা হত্যাকাণ্ড ঘটে তাদের বাঁচাতে একটি গোষ্ঠি তৎপর হয়ে ওঠে। এ হত্যকান্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা।

প্রসেনজিত কুমার
নাটোর নিউজ ডেস্ক ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে