খাগড়াছড়ির পানছড়ি হাসপাতালের একমাত্র ট্রান্সফর্মারটি বিকল হয়ে যাওয়ায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ। তাই একমাস ধরে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা হাসপাতালে।

ঠিকমতো সেবা পাচ্ছেনা রোগীরা। বেড়েছে পানি সংকট। নষ্ট হয়ে যাচ্ছে টিকাসহ মূল্যবান অনেক ওষুধ। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোন সমাধান মিলছে না। ফলে ক্ষুব্ধ স্থানীয়রা। খাগড়াছড়ির পানছড়ি উপজেলা হাসপাতালটি এখন যেন নিজেই অসুস্থ। কারণ, বিদ্যুতের অভাবে গেল তিন সপ্তাহ ধরে একপ্রকার স্থবির চিকিৎসা কার্যক্রম।

এই সমস্যার মূলে রয়েছে হাসপাতালের একমাত্র ট্রান্সফর্মারটি। গত ১৩ মে সেটি বিকল হয়ে পড়ায়, বন্ধ হয়ে গেছে বিদ্যুত সরবরাহ। তাতে মোমবাতি জ্বালিয়ে সেবা দিচ্ছেন চিকিৎসকরা। দেখা দিয়েছে পানি সংকট। আর টিকাসহ অনেক মূল্যবান ওষুধ সংরক্ষণ করতে না পারায় নষ্ট হচ্ছে গুণগত মান। ঠিকমতো চিকিৎসাসেবা না পেয়ে, বিকল ট্রান্সফর্মারটি সচলের দাবিতে নানা কর্মসূচিও পালন করেছে স্থানীয়রা।

কিন্তু তাতে টনক নড়ছেনা কারও। হাসপাতাল প্রধানের অভিযোগ, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোন কাজ হয়নি। তবে ট্রান্সফর্মারটি সচলের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। উপজেলার প্রায় ৬৫ হাজার মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই হাসপাতাল। এখানে প্রতিদিন সেবা নিতে আসে গড়ে দেড় শতাধিক মানুষ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে