স্টাফ রির্পোটারঃ লক্ষ্মীপুর জেলা যুবলীগের নেতা কর্মীদের উদ্যেগে অপরিচ্ছন্ন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আন্ত বিভাগ ও বহিঃ বিভাগ পরিস্কার করা হয়েছে। বুধবার রাতে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কেএম সালাহ উদ্দিন টিপু নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান করা হয়। পরিচ্ছন্নতা অভিযানে যুবলীগরে অর্ধশতাধীক নেতাকর্মী স্বেচ্ছা শ্রমে অংশগ্রহন করেন।
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা-কর্মীদের স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন হয়ে উঠলো সদর হাসপাতাল । ১০০ শয্যা বিশিষ্ট ওই হাসপাতালে দিনের পর দিন নোংরা পরিবেশের জিম্মি রোগীরা হাঁফ ছাড়লো দেড়ঘন্টার ওই কর্মযজ্ঞে। বুধবার রাতে জেলা যুবলীগ সভাপতি এ.কে.এম.সালাহ্ উদ্দিন টিপুর নেতৃত্বে সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী অংশগ্রহন করেন স্বেচ্ছাশ্রমের ওই আয়োজনে।জনস্বার্থে যুবলীগের এমন উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয় স্থানীয়দের মাঝে। পরিচ্ছন্নতার এমন অভিযান শেষে দুর্গন্ধমুক্ত পরিবেশ পেয়ে সন্তোস প্রকাশ করে অন্তঃ বিভাগের ভর্তি রোগীরা।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও ডাঃ আনোয়ার হোসেন জানান জেলা যুবলীগের উদ্যেগে বুধবার রাত ১০ টার দিকে হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। লক্ষ্মীপুর সদর হাসপাতাল ১০০ শয্যের হলেও জনবল হচ্ছে ৫০ শয্যের। এখানে ক্লীনার ও আয়া পদে কাজ করে মাত্র কয়েক জন। তারপরও আমরা ডেইলী বেসিস লোক দিয়ে হাসপাতাল পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যুবলীগের এ প্রয়াস আমাদের হাসপাতাল আরো বেশি সুন্দর রাখতে সহয়োগিতা করবে।
জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান বললেন, সদর হাসপাতালের রোগী ও স্বজনদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে আজ পরিচ্ছন্নতা কর্মসুচি গ্রহণ করা হয়েছে। জেলা যুবলীগের পক্ষ থেকে প্রতি মাসে একবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে শুধু বেড সংখ্যা বাড়ালেই হবে না। সাথে সাথে ডাক্তার ও ক্লীনার , আয়া ও র্নাসের পর্যাপ্ত নিয়োগ দিতে হবে। না হলে শুধু বেড সংখ্যা বৃদ্ধি করে জনগণের কোন লাভ হবে না।
প্রতিমাসে একবার করে এ কর্মসূচি পালন করা হবে। তবে রোগীর স্বজনদের আরো সচেতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ দায়িত্ব পালন করতে আহবান জানান তিনি। এছাড়া রোগীর সাথে থাকা স্বজনদেরও এ ব্যাপারে সচেতন থাকার আহবান জানান তিনি।
সাইফুল ইসলাম স্বপন
লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ