জাসদ ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্যের জবাব দিলেন দলটির সভাপতি হাসানুল হক ইনু। ইতিহাস না ঘেঁটে তার দলের নেতা কর্মীদের কারো উস্কানিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে, সৈয়দ আশরাফের বক্তব্যকে তার ব্যক্তিগত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। পৃথক অনুষ্ঠানে তারা এ কথা বলেন।

সোমবার ছাত্রলীগের বর্ধিত সভায় সরকারের অন্যতম শরীক জাসদ নিয়ে মন্তব্য করে বিতর্কের সূচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এসময় ৭১ পরবর্তী সময়ে জাসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বর্তমান সরকারে জাসদের একজন মন্ত্রী থাকার বিষয়েও কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। তবে একদিন পরেই ঝিনাইদহে আয়োজিত এক অনুষ্ঠানে সৈয়দ আশরাফের বক্তব্যের জবাব দেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘এটা কাদা ছোড়াছুড়ির সময় নয়। ‘৭২ থেকে ‘৭৫ এর ঘটনা ইতিহাসের পাতায় চলে গেছে। এটা ইতিহাস চর্চার সময় নয়। ‘৭৫-এর পূর্বাপর ঘটনার বিশ্লেষণ করেই জাসদ, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আমরা ঐক্যের সিদ্ধান্ত নিয়েছি। এবং তার ভিত্তিতে ১৪ দল গড়ে উঠেছে। এই ঐক্য দেশের জন্য মঙ্গলজনক-তা ইতোমধ্যেই আমরা প্রমাণ পেয়েছি। সুতরাং ঐক্য বজায় রাখুন, কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন।’ এছাড়া রাজধানীতে জাসদের এক কর্মসূচিতেও দলটির নেতারা সমালোচনা করেন সৈয়দ আশরাফের মন্তব্যের।

সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় যখন আমরা ঐক্যবদ্ধ, মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ যখন সম্পন্ন কাজ করছি, প্রধানমন্ত্রীর উন্নয়নকে এগিয়ে নিতে তথ্যমন্ত্রী যখন অক্লান্ত পরিশ্রম করছেন, তখন এই ধরনের কাদা-ছোড়াছুড়ি আমাদের ঐক্য বিনষ্ট করবে, মুক্তিযুদ্ধের শক্তিকে দুর্বল করবে। বরং আসুন, জঙ্গি মোকাবিলা ও নাগরিকের নিরাপদ জীবনের জন্য, গুপ্তহত্যা বন্ধ করতে ১৪ দলের ঐক্যকে আরও শক্তিশালী করি।’ এদিকে, পৃথক এক অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সৈয়দ আশরাফের এ বক্তব্য তার ব্যক্তিগত। বর্তমান সময়ে জোটের ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন দুই দলের নেতারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে