লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়নের কতুবপুর গ্রামে মোনায়েম হোসেন মনু ভূইয়া সরকারী খাল দখল করে তার মার্কেটের জন্য ব্রীজ নির্মানের চেষ্টা করলে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তা ভেঙ্গে দেয়।
মনুমিয়া কতুবপুর যেখানে খাল দখল করে ব্রীজ নির্মানের চেষ্টার করছে, তার ৫ গজ উত্তরে সরকারী ভাবে একটি ব্রীজ রয়েছে। তারপরও মনুমিয়া খালের অর্ধেক দখল করে ৫ গজ দক্ষিণে আরো একটি ব্রীজ নির্মানে চেষ্টা করছে। এ ব্রীজটি নির্মান করা হলে র্বষাকালে পানি প্রবাহ কমে যাবে। এলাকায় জলবন্ধতায় আশংকা করছে এলাকাবাসী। সরকারী ব্রীজের পাশেই খাল দখল করে আব্দুস শহীদ নামের আরেকজন দোকান নির্মাণ করেছেন। মোনায়েম হোসেন মনু ভূইয়া জানান সরকারী ব্রীজ থাকলেই আমার মার্কেটের চলাচলের সুবিধা, আমি আমার নিজ খরছে ব্রীজ নির্মাণ করছি। আাম তো খাল দখল করছি না।
শনিবারে ব্রীজ র্নিমাণের চেষ্টা করলে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল লাহারকান্দির তহসিলদার পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এর আগেও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান ও এই অবৈধ ব্রীজ নির্মান কাজ বন্ধ কের দেয়। তিনি বলেন সরকারী খাল দখল করে ঘর বা দোকান নির্মাণ করা অবৈধ।
সাইফুল ইসলাম স্বপন
লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ