নাটোর প্রতিনিধিঃ সহায়ক প্রযুক্তির ব্যববহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় নানা আয়োজনে নাটোরেও পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের বলারীপাড়া এলাকার সরকারী গণগ্রন্থাগার থেকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, জেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, দেশের গড় মোট জনসংখ্যার বড় একটি অংশ প্রতিবন্ধি তাদের বাদ দিয়ে দেশের পূর্ণ উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার কর্মসংস্থান ও ভাতা প্রদানসহ তাদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। এতে করে প্রতিবন্ধিরা এখন সমাজ বা পরিবারের বোঝা নয়। এখন অনেকেই সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে দৃষ্ট্রান্ত স্থাপন করেছে।
প্রসেনজিত কুমার
নাটোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ