সাইফুল স্বপন, স্টাফ রিপোর্টার।। উপজেলা নির্বাচনের একদিন পর লক্ষ্মীপুরের রামগতি ভোট দেয়া ও পক্ষ পাতীত্ব কেন্দ্র করে নির্বাচন পরিবর্তী সহিংসতায় এ পর্যন্ত কাপ-পিরিজ ও নৌকা সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
মঙ্গলবার সকালে রামগতির হাজিরহাট আলী আকবর এলাকায় প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হামলাকারীদের মারধর ও সংঘর্ষে নৌকা সমর্থিত চর গাজী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ১৫ জন আহত হয়। এসময় স্থানীয়রা আহদের মধ্যে মিল্লাত (২৫),নাজিম উদ্দিন (৩০),আরিফ হোসেন (৩৫),কাশেম (৩৩),রুহুল আমিন (৪৫),নিজামকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বাজারের দোকান পাট বন্ধ করে মানববন্ধ করে বিচার ও হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
রামগতি থানার ওসি অরিচ উদ্দিন জানান,নির্বাচন পরবর্তি সহিংসতায় ঘটনায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় খবর পেয়ে পুলিশ ঘিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
সাইফুল স্বপন, স্টাফ রিপোর্টার
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ