সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র সারা দেশে পরিকল্পিতভাবে গুপ্তহত্যার মাধ্যমে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির পাঁয়তারা করছে। দেশ যখন অর্থনৈতিক, সামাজিক, শিল্প ও বানিজ্যিকভাবে এগিয়ে যাচ্ছে। যখন দেশের মানুষের মাথাপিছু গড় আয় বাড়ছে। সরকারের গ্রহনযোগ্যতা যখন চরমে তখন সেই চিহ্ণিত গোষ্ঠী জামাত শিবিরকে সাথে নিয়ে দেশে কৌশল পরিবর্তন করে এই গুপ্ত হত্যা শুরু করেছে।

আজ রবিবার দুপুরে নওগাঁয় ফারমার্স ব্যাংক লিমিটেড (এফবিএল) এর ৪১তম শাখার উদ্বোধন শেষে ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর সাংবাদিকদের সাথে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে একথাগুলো বলেছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একেএম শামীমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক, পোরশা-সাপাহার-নিয়ামতপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, ব্যাংকের পরিচালক সাঈদ আহম্মেদ, নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম, ব্যাংকের ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ আতহার উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, নওগাঁ চেম্বার অব কামর্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোহাম্মদ আলী দ্বীন এবং ব্যাংকের ভবন মালিক আলহাজ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, সরকার এসব ষড়যন্ত্রকে ভয় করে না। এর আগেও যখন এই চক্র সারাদেশে জ্বালাও পোড়াও শুরু করেছিল। বাসে ট্রাকে সবখানেই পুড়িয়ে মানুষ হত্যার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছিল সরকার সেটি কঠোর হাতে দমন করেছে। এ পরিস্থিতিও কঠোরভাবে নিয়ন্ত্রনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। গত কয়েকদিনে সারাদেশ থেকে সাড়ে ৩ হাজারেরও বেশী সন্ত্রাসীদের আটক করা হয়েছে। সরকার যখন দেশের শান্তি রক্ষায় সন্ত্রাসীদের গ্রেফতার করছে তখন বিএনপি তার সমালোচনা করে বলছে তাদের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এ থেকেই প্রমানিত হচ্ছে বিএনপির মধ্যে সন্ত্রাসীরা বাসা বেঁধে আছে। তারা সন্ত্রাস পুষছে। তাই তাদের রক্ষায় এখন উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছে।

তবে তিনি জোর দিয়ে বলেন, সরকার যে কোন মুল্যে এসব জঙ্গি তৎপরতা বন্ধ করবে। যতদিন পর্যন্ত তারা সন্ত্রাসী কর্মকান্ড করবে ততদিন পর্যন্ত সরকারের এই সাঁড়াসী অভিযান অব্যাহত থাকবে। এর আগে তিনি ব্যাংকের উদ্বোধন করে বলেছেন এটি আব্দুল জলিলের নওগাঁ। তাই ব্যাংকের নওগাঁ শাখা প্রয়াত নেতা আব্দুল জলিলের স্মৃতির উদ্দেশ্যে উৎস্বর্গ করা হলো। ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন একটি ব্যাংক সেই এলাকার মানুষের অর্থনৈতিক মান বৃদ্ধি করে। এলাকার পরিবর্তন সাধন করে। তাই গ্রাহকদের প্রয়োজনে ব্যাংক তাদের দোরগোড়ায় গিয়ে সর্বাত্মকমাত্রায় সেবা পৌঁছে দিবে। এর অন্যথা বরদাস্ত করা হবে না।
খন্দকার রউফ পাভেল
নওগাঁ, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে