আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি ।। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে নওগাঁয় নারী-পুরুষের অংশ গ্রহনে লং রান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(২৩ মার্চ) সকালে শহরের সার্কিট হাউজ চত্তর থেকে প্রতিযোগীতার যৌথভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপার ইকবাল হোসেন। জেলা প্রশাসন আয়োজিত এই প্রতিযোগীতা সার্কিট হাউজ থেকে শুরুহয়ে ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরের স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়। যেখানে হাজারও নারী-পুরুষের মধ্য থেকে মাত্র ৩০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, মূলত সাধারন মানুষ বিশেষ করে বর্তমান প্রজন্মকে দেশ গঠনে তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করতেই এই আয়োজন।
আব্দুর রউফ পাভেল
নওগাঁ নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ