রাজধানীর বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযানে কয়েকটি দোকান ও রেস্টুরেন্ট মালিককে জরিমানা ও সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে ঢাকা সেনানিবাস এলাকার বাফওয়া শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য রাখার দায়ে কয়েকজন দোকান মালিককে আর্থিক জরিমানা করা হয়।
রাজধানীর বিভিন্ন খাবার হোটেল ও ফলের দোকানে ভেজাল বিরোধী অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার সকালে আগারগাঁওয়ে বিভিন্ন খাবারের হোটেল, কাঁচাবাজার ও খুচরা দোকানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি-পচা খাবার রাখার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর খাবার বিক্রির জন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয় একটি হোটেলের মালিককে। অভিযানে ছোলা- বুট- চিনি- মাছ- মাংস- সবজীসহ নিত্য প্রয়োজনীয় পণ্য নির্ধারিত মূল্যে এবং সঠিক ওজনে বিক্রি করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। এছাড়া, মহাখালী এলাকায় কয়েকটি রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন এবং বাসি খাবার রাখার দায়ে আর্থিক জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, রমজান মাস উপলক্ষে এ বিশেষ অভিযান চলছে।