রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়েছে বিভাগ কর্তৃপক্ষ। সোমবার বিকেল ৪টায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।

মনোবিজ্ঞান বিভাগের সভাপতি বলেন, শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনা করে বিভাগের একাডেমিক কাউন্সিলের ১৫ জন শিক্ষকের সঙ্গে আলোচনা করে তাদের দাবির বিষয়টি বিবেচনা করে পুনরায় পরীক্ষা নেওয়ার সিন্ধান্ত হয়েছে।তিনি আরও বলেন, এ বিষয়ে বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে উপচার্য বরাবর একটি আবেদন পত্র দিয়েছি। পরীক্ষার বিষয়ে দ্রুত সিন্ধান্ত জানানো হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিভাগের শিক্ষকদের আশ্বাসে আমাদের আন্দোলন স্থগিত ঘোষণা করেছি। শিক্ষকরা আমাদের পুনরায় পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়েছেন।উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, “বিভাগের শিক্ষকরা যে সিন্ধান্ত নিবে সেই সিন্ধান্তের বাইরে যাওয়ার কোন প্রশ্নই আসে না। বিভাগের শিক্ষকদের পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে।”

এর আগে শিক্ষার্থীরা সোমবার সকালে তৃতীয় দিনের মতো প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট করে। উল্লেখ্য,১৪ মার্চ বিভাগের মাস্টার্সের ১৩-১৪ সেশনের মাস্টার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী কানিজ ফাতেমার বাবা মারা যান। ফাতেমার বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে শনিবার পরীক্ষা না নেয়ার অনুরোধ জানায় সহপাঠীরা। পরীক্ষা কমিটির সভাপতি ড.সাবিনা সুলতানাকেও মৌখিকভাবে জানানো হয় বিষয়টি।

শিক্ষার্থীদের অনুরোধে কর্ণপাত না করে শনিবার পরীক্ষার আয়োজন করে বিভাগ কর্তৃপক্ষ।  মাস্টার্স ফাইনাল পরীক্ষায় ৫৩ জনকে বাদ রেখে মাত্র ১১ জনকে নিয়ে পরীক্ষা নেন পরীক্ষা কমিটির সভাপতি। এ ঘটনায় পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন এবং সকাল থেকে বিভাগের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে