পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কে বা কারা এ হত্যার সাথে জড়িত তা এখনো জানাতে পারেনি পুলিশ। এদিকে পাণ্ডের এমন মৃত্যুকে কোনভাবেই মেনে নিতে পারছেন না আশ্রমবাসীরা। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন।
পুলিশ জানায়, পাবনার হেমায়েতপুরে শুক্রবার ভোরে প্রতিদিনের মতো হাঁটতে বের হন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের শেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে। কিছুদূর যাওয়ার পর পাবনা মানসিক হাসপাতালের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। নিত্যরঞ্জন পাণ্ডের এমন মৃত্যুকে কোনভাবেই মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা। আতংকিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। এদিকে সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
নিত্যরঞ্জন পান্ডে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমে ৪০ বছর ধরে সেবায়েত হিসেবে কাজ করছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার আলোয়াকংশুর গ্রামে।