মানসম্মত ওষুধ উৎপাদন না করায় আগামী সাত দিনের মধ্যে ২০টি ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ১৪টি ঔষধ কোম্পানির এন্টিবায়োটিক বন্ধেরও নির্দেশ দেন আদালত।
মঙ্গলবার দুপুরে জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে এই ৩৪টি ঔষধ কোম্পানির লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।
এ সময় রিটকারী আইনজীবী জানান, সরকারের নির্দেশে গঠিত পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি এসব ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলে স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুপারিশ করলেও তা বাতিল না করায় এই রিট দায়ের করা হয়।