রাবি প্রতিনিধি।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সৈয়দ আমীর আলী হল অ্যালামনাই এসোসিয়েশন কমিটি গঠন করা হয়েছে। প্রথমবারের মত গঠিত হওয়া এই হল অ্যালামনাই কমিটির সভাপতি হয়েছেন  রাজশাহী সদর আসনের সাংসদ ও রাকসুর সাবেক ভিপি ফজলে হোসেন বাদশাকে এবং নওগাঁ বার এসোসিয়েশনের সভাপতি ও আমীর আলী হলের সাবেক আবাসিক শিক্ষার্থী মো. সরদার সালাহ্উদ্দিন মিন্টুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার রাতে হলের সংবর্ধনা অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।
অ্যালামনাই কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ঝিনাইদহ আসনের সাংসদ শফিকুল আজম খান চঞ্চল, রাজশাহী পবা- মোহন পুর আসনের সংসদ সদস্য ও রাবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আয়েন উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাটোরের আমতলা কারিগরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ পরিমল কুমার কুন্ড, কোষাধ্যক্ষ চাতরা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ উত্তম কুমার সাহা, প্রচার সম্পাদক প্রাণ কৃষ্ণ রায়, দপ্তর সম্পাদক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার এ. এন. এম মুনীর হোসাইন মোল্লা, কার্যনির্বাহী সদস্য শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সজল, শাখা ছাত্রলীগের কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক শাকিল হোসেন, রাবি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক  ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক  চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আল আরিফ, সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ ড. আমিনুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক  ড. প্রভাষ কুমার কর্মকার, আবাসিক শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অ্যালামনাই এসোসিয়েশন থাকলেও হল গুলোর মধ্যে এটিই প্রথম। এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান বলেন, “হার্বার্ট, কেম্ব্রিজ, অক্সফোর্ড এর মতো বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় গুলোতে অ্যালামনাই এসোসিয়েশন গুলো স্কলারশিপ দেয়ার মতো নানাবিধ কর্মকাণ্ড করে থাকে। আমি আশা করবো আমির আলী হল অ্যালামনাই এসোসিয়েশন এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করবে।

মেশকাত মিশু
রাবি।।বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে