ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ৫ সদস্যের বির্তাকিক দল কাতার ফাউন্ডেশনের উদ্দ্যোগে আয়োজিত কাতারের রাজধানী দোহায় আগামী ১৬ মার্চ হতে চারদিনব্যাপী অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আরবী বির্তক প্রতিযোগীতায় অংশগ্রহন করতে যাচ্ছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ.কে.এম শামসুল হক সিদ্দিকী। প্রতিনিধি দলে থাকছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র আহমাদ মুস্তাইন বিল্লাহ, তুহা তরিক-আল কোরআন, নিয়ামত উল্লাহ-আল হাদিস এবং আব্দুল কাদের দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগ। এ উপলক্ষে প্রতিনিধিদল রোববার সকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর অফিস কক্ষে তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করতে যান। এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী কাতার ফাউন্ডেশনের উদ্দ্যোগে আয়োজিত আন্তর্জাতিক আরবী বির্তক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী দলের সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করেন এবং আশা প্রকাশ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ৫ সদস্যের বির্তাকিক দল কাতারের রাজধানী দোহায় আন্তর্জাতিক আরবী বির্তক প্রতিযোগীতায় কৃতিত্বের স্বাক্ষর রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনামকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেবে।
এ সময় উপস্থিত ছিলেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন ও প্রফেসর ড. মোঃ আব্দুল মোতালিব প্রমুখ।
ইবি, গনসংযোগ থেকে
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ