নাটোরের বনপাড়া খ্রিষ্টান পল্লীতে দুর্বৃত্তদের হামলায় নিহত সুনীল গোমেজ হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আটক ভাড়াটিয়া সবুজ আলীকে। সোমবার বিকেলে আটক সবুজকে সিনিয়র জুডিশিয়াল আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি আব্দুল হাই।
তবে রিমান্ড আবেদনের শুনানীর দিন ধার্য্য করা হয়েছে মঙ্গলবার। এরআগে গত ৫জুন বিকেলে খ্রিষ্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ভাড়াটিয়া ট্রাক চালক সবুজ আলীকে জিজ্ঞাসাবকাদের জন্য আটক করা হয়। এদিকে, সুনীল হত্যাকাণ্ডের মামলা অধিকতর তদন্তে ডিবি পুলিশকে সহায়তার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এর দুই সদস্যের একটি টিম নাটোরে এসে পৌছেছেন। ইতোমধ্যে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, খ্রিষ্টান মুদি ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে এমন সন্দেহে গত ৫জুন বিকেলে সুনীল গোমেজের বাড়ি থেকে ভাড়াটিয়া ট্রাক চালক সবুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। আরো জিজ্ঞাসাবাদের জন্য মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক শামছুল আল আমিনের আদালতে সোপর্দ করা হয়। এসময় সবুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানীর দিন ধার্য্য করা হয়েছে।
এর আগে ৫জুন রাত সাড়ে ১০টায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামী করে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে সুনীল গোমজের একমাত্র কণ্যা স্বপ্না গোমেজ। মামলা নং জিআর ১৬৮। পরে সোমবার সকালে মামলাটির অধিকতর তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। ডিবিতে মামলা হস্তান্তরের পর সোমবার সারাদিন তদন্তের কাজ করেছে ডিবি পুলিশ। এদিকে, সোমবার বিকেল ৪টায় বনপাড়া চার্চে সুনীল গোমজের প্রার্থনা অনুষ্ঠান শেষে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী খিষ্ট্রান সহ অন্যান্য ধর্মাবলম্বিদের আতংকিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, সুনিল হত্যাকান্ড একটি বিচ্ছিন্ন ঘটনা। হত্যাকান্ডের পরে খ্রিষ্টান পল্লী সহ ওই অঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাগরিকদের জান মালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পুলিশের। সে দায়িত্ব পালনে পুলিশ সজাগ রয়েছে।

প্রসনেজিত কুমার
নাটোর,বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে