পরিবর্তনের আহবানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যাণ্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর এবারের নির্বাচনকে সামনে রেখে যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্যে “Members First” — এই স্লোগানকে সামনে রেখে প্রযুক্তিবিদ সোনিয়া বশিরের প্যানেল “The Change Makers”-এর ঘোষণা করেছে।
বাংলাদেশ সরকারের “ডিজিটাল বাংলাদেশ” কর্মসূচির বিভিন্ন যুগান্তকারী উদ্যোগের কারণে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব সাধিত হয়েছে এবং বেসিস এই সফল অগ্রযাত্রার অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশের আইসিটি শিল্পের অগ্রনায়ক বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলো এখনো নানা সমস্যায় জর্জরিত। প্রতিনিয়ত আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সমস্যাগুলো আমাদের প্রায় সকলেরই জানা, কিন্তু সমাধানের কোন কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয় বলে সুফি ফারুক ইব্নে আবুবকর তার ফেসবুক পাতায় ইশতেহার দিয়ে সংশ্লিষ্ট সবার মতামত নিয়েছেন। বেসিস সদস্যদের উন্নয়ন ছাড়া বাংলাদেশের আইসিটি খাতের টেকসই উন্নয়ন কখনো সম্ভব নয়। বেসিস সদস্যদের এই দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধানের লক্ষ্যে বেসিসের সম্মানিত সিনিয়র ও তরুণ সদস্যদের পরামর্শে, আমরা সত্যিকারের সফ্টওয়্যার ও আইটিইএস ব্যবসায়ী এবং দীর্ঘ সময়ে ইন্ডাস্ট্রিতে কাজ করা পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন উদ্যোক্তাবৃন্দ একটি দলে একীভূত হয়েছি।
সোনিয়া বশিরের প্যানেল পরিবর্তনের বার্তা নিয়ে বেসিসের সদস্যদের কাছ থেকে মূল্যবান ভোটের প্রত্যাশায় করছেন। বেসিস সদস্যদের উন্নয়নই হলেই বাংলাদেশ তথ্যপ্রযুক্তি শিল্পে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়াতে পারবে। তাইসোনিয়া বশিরের প্যানেল আহ্বান জানিয়েছেন আমাদের সাথে থাকুন! আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে পরিবর্তন আসবেই!
“উদ্ভাবনশীল, নির্ভরযোগ্য ও লাভজনক উন্নয়নমুখী সফ্টওয়ার শিল্প গড়ে তোলা” — এই লক্ষ্য নিয়ে সোনিয়া বশিরের প্যানেল এগিয়ে যেতে চাই।
প্রযুক্তিবিদ সোনিয়া বশিরের প্যানেল ঘোষণা : সাধারণ সদস্য পদপ্রার্থী–
১. সোনিয়া বশীর কবির (মাইক্রোসফট বাংলাদেশ লিঃ)
২. মোস্তফা রফিকুল ইসলাম (ফ্লোরা টেলিকম লিঃ)
৩. সৈয়দ আলমাস কবীর (মেট্রোনেট বাংলাদেশ লিঃ)
৪. সুফি ফারুক ইব্নে আবুবকর (ইভাটিক্স )
৫. আজমল হক আজিম (ডিজিকন গ্লোবাল লিঃ)
৬. নাজমুল করিম চৌধুরী শারুণ (গণনা টেকনোলোজিস লিঃ)
৭. সাব্বির রহমান তানিম (থার্ড বেল এন্টারটেইন্মেন্ট লিঃ)
৮. ছাইদুল ইসলাম মজুমদার লিখন (মজুমদার আইটি লিঃ )
৯. এসোসিয়েট সদস্য পদপ্রার্থী– জামান খান (জামান আইটি)
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, বিডি টাইম্স নিউজ