আজ মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম ও নোয়াখালীতে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মাহে রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয়, সোমবার রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে রমজান মাস।

সোমবার রাতে এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হয়েছে তারাবির নামাজ। বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা ভোররাতে সেহরি খেয়ে পরদিন সূর্যাস্ত পর্যন্ত পানাহার না করে সংযম পালন করবেন। মাস শেষে উদ্যাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।ইসলামিক ফাউন্ডেশনজানিয়েছে, প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহিরর শেষ সময় মঙ্গলবার ভোর রাত তিনটা ৩৮ মিনিট। ইফতারের সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমাজান। মহান আল্লাহ পাক অপার করুণায় সয়লাব এ পবিত্র মাস, অধিকহারে বান্দার পাপরাশির মোচন হয়, বান্দা পায় মুক্তি ও পরিত্রাণের কাঙ্খিত সফলতা। রমাজান মাসের রোজা মহান আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম মাধ্যম। মহান আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ করেছেন-” হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকী অর্জন করতে পারো।” রোজা ইসলামের ৫ টি মূলভিত্তির একটি। কেউ রমাজান মাসের রোজাকে ফরয হিসেবে অস্বীকার করলে কিংবা রোজার প্রতি উপহাস বা বিদ্রুপ প্রকাশ করলে সে ঈমানহারা কাফির হয়ে যাবে। আর যে শয়তানের ধোঁকায় পড়ে রোজা পালন করবে না, সে ফাসিক বা মস্তবড় গুনাহগার
সাব্যস্ত হবে। তাই সকল মুসলমানদের উচিত, মাহে রমাজানের সবগুলো রোজা যথাযথভাবে পালন করা। রোযার আহকামগুলো সঠিকভাবে আদায় করা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে