আসন্ন রমজানে বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। রোববার দুপুরে সচিবালয়ে দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সামাজিক, নৈতিক এবং ধর্মীয় কর্তব্য। ইফতারি এবং সেহরির সময় নিশ্চিতভাবে বিদ্যুৎ সরবরাহ করার জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলবো। ‘সাহরি ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দু-একদিনের মধ্যে বিদুৎ প্রতিমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলবো।’

রমজানে ভেজালমুক্ত খাদ্য এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার উপর গুরুত্ব দিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই দায়িত্ব স্থানীয় সরকারের বিভাগের ওপর বর্তায়। এই দায়িত্ব এড়ানোর সাধ্য আমার নেই।’ সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘নাগরিক সেবা নিশ্চিত করতে যেকোনো অসুবিধা হলে আমাদের জানালে আমরা আপনাদের পাশে দাঁড়াবো।’ এদিকে, ২০২৫ সালের মধ্যেই ভূ-গর্ভস্থ লাইনের মাধ্যমে রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সকালে রাজধানীর মাদারটেক এলাকায় অত্যাধুনিক গ্রিড সাব-স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এলজিআরডি মন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভিসহ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে