রাজশাহী বিশ্ববিদ্যালয়(মেশকাত মিশু)।। সর্বহারা পরিচয় দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ ড. আমিনুল ইসলাম ও দর্শন বিভাগের অধ্যাপক মোতাছিম বিল্লাহ।

২৮’শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় একই নাম্বার থেকে ফোন দিয়ে তাদেরকে এই হুমকি দেওয়া হয়। এদিকে ঘটনার পরপরই বিষয়টি নিয়ে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি করেছেন বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষক।

নগরীর মতিহার থানায় করা ড. আমিনুল ইসলামের জিডির কপি হতে জানা যায়, সর্বহারা পরিচয় দিয়ে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা ৫২ মিনিটে শিক্ষককে ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অজ্ঞাতনামা সেই ব্যক্তি। ওই ব্যক্তির ব্যবহৃত মোবাইল নং-০১৭২৫-৬৬৪৯৭২। তবে প্রতিবেদক ওই নাম্বারে ফোন দিলে নম্বরটি ইনভ্যালিড দেখায়। এর আগে ২০১৫ সালে একইভাবে ড. আমিনুল ইসলামকে হুমকি দেওয়া হয় বলে জানান তিনি। সে ঘটনাও তাৎক্ষণিক পুলিশকে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তিনি।

ড.  আমিনুল ইসলাম এই প্রতিবেদক কে জানান, “আমাকে ফোন দিয়ে বলা হয় দীর্ঘদিন থেকে আপনি টার্গেটে আছেন। কিডন্যাপ করে মেরে ফেলা হবে আপনাকে। কিন্তু আপনি একজন ভদ্র মানুষ তাই আর্থিক সমঝোতা করতে চাচ্ছি। কতটাকা দিবেন বলেন? ‘আমি বলেছি কোনো টাকা দিতে পারবো না’,  ‘আপনি যা ইচ্ছা করে নেন’। এই ঘটনার পর থেকে আমি  নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি।”যারা এর সাথে জড়িত তাদেরকে দ্রুত খুজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। এদিকে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহতাসিম বিল্লাহ বলেন, “একই দিনে সন্ধ্যা ৭ টা ০৬ মিনিটে আমাকে ফোন দিয়ে সর্বহারা কমান্ডার মহিউদ্দিন পরিচয় দেয়। এরপর টার্গেটে আছি জানিয়ে সমঝোতা করবে বলে অর্থ দাবি করে। আমি বলেছি আমি ছা পোষা মানুষ বলে টাকা দিব না এটা তাদের জানাই। এরপর দেখে নেওয়া হবে এবং প্রাণে মেরে ফেলা হবে বলে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়”। আইনি পদক্ষেপ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “পুলিশকে বিষয়টি জানিয়েছি বিশ্ববিদ্যালয় তবে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়নি। প্রক্টরকে জানাবো, নিরাপত্তার বিষয়টি তারা দেখবেন।

মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে