নওগাঁ প্রতিনিধি(আব্দুর রউফ পাভেল)।। নওগাঁ শহরের মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীকে বাঁচাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাগজের তৈরী হাজারো নৌকা নদীতে ভাসিয়ে প্রতীকি প্রতিবাদ ও মানব বন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কালীতলা মহাশ্বশান ঘাটে ছোট যমুনা নদীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা নওগাঁ জেলা শাখা ও নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করে।

একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, একুশে পরিষদের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান ও দ্বীন আলী পিন্টু, প্রকৌশলী গুরুদাস দত্ত, নাইস পারভীন, সাংগঠনিক সম্পাদক বিষনু কুমার দেবনাথ ও বাপার জেলা শাখার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম।

বক্তারা বলেন,বয়লারের ছাই, ময়লা আবর্জনা, বসত বাড়ীর আর্বজনা প্রতিনিয়ত নদীটিকে বিষাক্ত বর্জ্যরে ভাগাড়ে পরিনত করছে। নদীর পানি ব্যবহারের অনুপোযোগী করে তুলেছে। জলজ প্রানী আজ ধ্বংসের পথে। নদী তার নিজস্ব নাব্যতা হারাতে বসেছে। এসবের হাত থেকে নদীকে বাঁচাতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

আব্দুর রউফ পাভেল,
নওগাঁ নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে