সাইফুল স্বপন।। স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদকে নিয়ে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার এর বিরুদ্ধে পৃথক সংবাদ সম্মেলন করেছেন রায়পুর উপজেলা, পৌর আওয়ামীলীগ ও এর অংগসংগঠন এবং চেয়ারম্যান ফোরাম।

আজ বুধবার(২৭’শে ফেব্রয়ারী) দুপুর ১’টার দিকে রায়পুর শহরে প্রার্থীর ব্যক্তিগত কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাফাজ্জল হোসেন।

তিনি বলেন, অধ্যক্ষ মামুনুর রশিদ একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা, কর্মীবান্ধন এই নেতার বিগত দিনের রাজনৈতিক কর্মকান্ড বিবেচনা করে দল তাকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে। কিন্তু একটি মহল তার বাবাকে একাত্তরের শান্তি কমিটির চেয়ারম্যান ছিল দাবী করে স্বাধীনতা যুদ্ধে তার বিতর্কিত ভুমিকার অভিযোগ এনে মনোনয়ন বাতিলের দাবীতে লক্ষ্মীপুর ও ঢাকায় মানববন্ধন করে এবং ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে।

সংবাদ সম্মেলনে এসব ষড়যন্ত্র ও মিথ্যা সংবাদে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর ২টায় একই ওই কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আরও একটি সংবাদ সম্মেলন করেন। এর আগে দুপুর ১২ টার দিকে ওই কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংবাদ সম্মেলনের আয়োজন করেও তা স্থগিত করেন। এ সময় বৈরি আবহাওয়ার কারণে সকল মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করতে না পারায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয় বলে জানান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন পাঠান। এ সময় সাংবাদিকদের ছবি তুলতেও নিষেধ করেন তারা।

সাইফুল স্বপন,
লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে