আজ বিশ্ব পরিবেশ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘৭০০ কোটি মানুষের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’— বিশ্ব পরিবেশ দিবসের এবারের স্লোগানকে সামনে রেখে আজ ৫ জুন বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে । ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর সারা বিশ্বের ১০০ টিরও বেশি দেশে ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন  হয়ে আসছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে পরিবেশবান্ধব উন্নয়ণের অগ্রযাত্রায় দেশের সাধারণ মানুষের সম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, এজন্য জনমানুষের মধ্যে সচেতনতা বোধ যেমন জাগিয়ে তুলতে হবে, তেমনি আইনও নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে সরকারের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশ্ব সম্প্রদায়সহ সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধি পাবে।

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বর্তমানে সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য এ নিয়ে আলোচনা ও গবেষণাকে যেমন উৎসাহিত করেছে, তেমনি একটি কর্মকৌশলের আলোকে অভিঘাতের প্রশমন ও অভিযোজনের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ করছে। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একটি ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীব্যাপী দূষণবিরোধী উদ্যোগ এবং ক্ষতিপূরণের আন্দোলনেও সোচ্চার ভূমিকা রাখছে। কিন্তু প্রতিবছর দেশে মহাসমারোহে পরিবেশ দিবস পালিত হলেও সচেতনতার অভাবে ভয়াবহ দূষণে মরতে বসেছে রাজধানীর আশপাশের নদীগুলো। শতশত শিল্প-কারখানার তরল বিষাক্ত বর্জ্যে নদীগুলো পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে।

বিশেষজ্ঞদের মতে, শুধু পরিবেশ দিবসেই নয়, সারা বছরই সরকারি তদারকি জোরদার রাখতে হবে। তবে, দূষণ রোধে সরকার সজাগ বলে দাবি পরিবেশ মন্ত্রণালয়ের। প্রাপ্ত তথ্য বলছে, তুরাগকে ২৯টি, শীতলক্ষ্যাকে ৪২টি ও বুড়িগঙ্গা নদীর পানি দূষণ করছে ট্যানারিসহ পাঁচ শতাধিক শিল্প কল-কারখানার বর্জ্য।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জরিপে দেখা গেছে, শুধুমাত্র হাজারীবাগের ট্যানারি শিল্পের মাধ্যমেই দৈনিক ৭৭ লাখ লিটার তরল বর্জ্য ও ৮৮ মেট্রিকটন কঠিন বর্জ্য উৎপাদন হয়ে মিশে যাচ্ছে নদীর পানি বা বাতাসের সাথে। বিশেষজ্ঞরা বলছেন, এসব শিল্প-কারখানার বর্জ্য পুনর্ব্যবহারের ব্যবস্থা করা একান্ত জরুরি।

পরিবেশ দিবস উপলক্ষ্যে আজ সেমিনারের আয়োজন করেছে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ। ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি থাকবেন ফুড এন্ড এগ্রিকালচারের (ফাও) বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন। এছাড়া নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আজ শুক্রবার বিকেল ৩টায় বন ভবনের হৈমন্তি সন্মেলন কক্ষে ‘বাসযোগ্য বিশ্বের জন্য আমাদের করণীয়’ শীর্ষক পরিবেশ আলোচনার আয়োজন করেছে। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ঢাকা বিশ্ববিদ্যালয় এসআরইপিবি মিলনায়তনে ‘অর্থনৈতিক উন্নয়ন : পরিবেশ বিপর্যয় উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে