সাইফুল স্বপন।। স্টাফ রিপোর্টারঃ তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৫’টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৩’জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৬’জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯’জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার বিকাল ৫’টা পর্যন্ত। নিজ নিজ উপজেলার রিটার্ণিং কর্মকর্তা ও সহকারি রিটার্ণিং কর্মকর্তার কাছে এসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।প্রত্যেকটি উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা পাশাপাশি স্বতন্ত্র ও আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীরা মনোননয়ন দাখিল করেন। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়,চেয়ারম্যান পদে লক্ষ্মীপুর সদরে ৬’জন, ভাইস চেয়ারম্যান পদে ১২’জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭’জন।

রামগঞ্জে চেয়ারম্যান পদে ৩’জন, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১’জন। রায়পুরে চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন। কমলনগর চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান ৬ ও মহিলা ৪ জন। রামগতি চেয়ারম্যান পদে ৩’জন, ভাইস চেয়ারম্যান ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩’জন মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে প্রত্যেকটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

সদরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদর উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলেিগর প্রচার সম্পাদক মহি উদ্দিন বকুল, স্বতন্ত্র ওয়াহিদুর রহমান।

রামগঞ্জে আওয়ামীলীগ সমর্থিত মনির হোসেন চৌধুরী, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, সিরাজুল ইসলাম(এনপিপি)। রায়পুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, বিদ্রোহী প্রার্থী রায়পুর উপজেলা উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার।

কমলনগরে আওয়ামীলীগ সমর্থিত ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন মাষ্টার ও রেবেকা মহসীন, বিদ্রোহী প্রার্থী কমলনগর উপজেলা যুবলীগের মেজবাহ উদ্দিন বাপ্পি, স্বতন্ত্র প্রার্থী দিদার হোসেনসহ ৯ জন। রামগতিতে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল ও হারুন মোল্লা (বিকল্পধারা)।

সাইফুল স্বপন,
লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে